শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালে যারা ছিলেন টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটার 

স্পোর্টস ডেস্ক : দলগত পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সেও টেস্ট ক্রিকেটের জন্য ২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে। ব্যাট হাতে রান উৎসবে মেতেছিলেন জো রুট-যশস্বী জয়সোয়ালরা। সব মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের দারুণ এক বছর দেখেছে ক্রিকেট বিশ্ব।

গত বছর টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিতে দ্বিতীয়বারের মতো পনেরশ রান করার মাইলফলক স্পর্শ করেন রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার বছর শেষ করেন ১ হাজার ৫৫৬ রান নিয়ে। ১৭ ম্যাচের ৩১ ইনিংসে এই রান করতে ছয়টি সেঞ্চুরির সঙ্গে পাঁচটি ফিফটি হাঁকান তিনি। এর আগে ২০২১ সালে ১৫ টেস্টে ১ হাজার ৭০৮ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। 

শুধু তাই নয়, ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিকানা নিজের করে নেন রুট। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের সেঞ্চুরির সংখ্যা এখন ৩৬টি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বছরেই ভারতের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন জয়সোয়াল। বছর শেষ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। ১৫ ম্যাচে ২৯ ইনিংসে বাঁহাতি এই ওপেনারের রান ১ হাজার ৪৭৮। নয়টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি, যার মধ্যে দুটিকেই রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।

১ হাজার ১৪৯ রান নিয়ে এই তালিকার তিনে আছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। পরের অবস্থানে আছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রæক। ১২ টেস্টের ২০ ইনিংসে ডানহাতি এই ব্যাটার রান করেছেন ১ হাজার ১০০। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ২০২৪ সালের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকান তিনি। বছরে হাঁকানো চার সেঞ্চুরির তিনটিই এসে দেশের বাইরে। নিউ জিল্যান্ডের মাটিতে টানা দুই ম্যাচে তার সেঞ্চুরিতে ২০০৮ সালের পর দেশটিতে টেস্ট সিরিজ জয় করে ইংল্যান্ড।

ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়ে আলোচনায় আসেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটার বছর শেষ করেছেন পঞ্চম সর্বোচ্চ ১ হাজার ৪৯ রান নয়ে। কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের সমান ১৩ টেস্টে পূর্ণ করেন ১ হাজার রানের মাইলফলক, যা সাদা পোশাকের ক্রিকেটে তৃতীয় দ্রæততম। শুধু তাই নয়, গত বছর খেলা নিজের ৯ টেস্টের প্রথম ৭টিতে সেঞ্চুরি অথবা ফিফটি হাঁকিয়েছেন তিনি।

২০২৪ সালে কমপক্ষে ৫০০ রান করেছে এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় কামিন্দুর। ৯ ম্যাচে ১৬ ইনিংসে তার গড় ৭৪ দশমিক ৯৪। এ সময় ৫ সেঞ্চুরির সঙ্গে ৩টি ফিফটি হাঁকান তিনি।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি রান করেন মেহেদী হাসান মিরাজ। ১০ টেস্টে ১৮ ইনিংসে ডানহাতি এই ব্যাটারের সংগ্রহ ৬১৪ রান। ফিফটি হাঁকিয়েছেন চারটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়