শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটে ২০২৪ সালে সেরা বোলার যারা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরাহর টেস্ট ক্রিকেটে বল হাতে ২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় এই পেসারের আগুন ঝরানো বোলিংয়ের সামনে যেন কোনো জবাবই নেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের। তিনি ছাড়াও সদ্য বিদায়ী বছরে বল হাতে আলো ছড়িয়েছেন আরও অনেকেই। তবে বুমরাহ ছাড়াও দ্বিতীয় বোলার হিসেবে পঞ্চাশের বেশি উইকেট নিয়ে আলোচনায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। - অলআউট স্পোর্টস

গত বছর পেস বোলিংয়ে ভারতকে প্রায় একাই টেনে নিয়ে গেছেন বুমরাহ। ১৩ ম্যাচে ২৬ ইনিংসে ১৪ দশমিক ৯২ গড়ে ডানহাতি এই পেসারের শিকার ৭১ উইকেট। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের চার টেস্টেই ৩০ উইকেট নিয়েছেন তিনি। পুরো বছরে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।

গড়ের দিক দিয়ে এক বর্ষপঞ্জিতে কমপক্ষে ৫০টি উইকেট শিকার করা বোলারদের তালিকার তিন নম্বরে আছেন বুমরাহ। ১৯৮২ সালে ১৩ দশমিক ২৯ গড়ে ৬২ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের ইমরান খান। এছাড়াও এক বর্ষপঞ্জিতে পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার ৯ নম্বরে থেকে বছর শেষ করেছেন বুমরাহ। একবিংশ শতাব্দীতে পেসারদের মধ্যে এক বছরে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল ডেইল স্টেইন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার এই পেসারের শিকার ৭৪ উইকেট।

২০২৪ সালে উইকেট শিকারের দিক দিয়ে বুমরাহর পরের অবস্থানে আছেন অ্যাটকিনসন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সাদা পোশাকে অভিষেক হওয়া ইংলিশ এই পেসারের শিকার ৫২ উইকেট। ১১ ম্যাচে ২১ ইনিংসে ২২ দশমিক ১৫ গড়ে এই উইকেট শিকার করেন তিনি। ইনিংসে তিনবার ৫ উইকেট নেওয়া ছাড়াও ম্যাচে একবার নিয়েছেন ১০ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে করেছেন হ্যাটট্রিকও।

ভারতের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া আরেক ইংলিশ শোয়েব বশির ৪৯ উইকেট নিয়ে আছেন তালিকার তিন নম্বরে। ১৫ ম্যাচে ২৫ ইনিংসে ৪০ দশমিক ১৬ গড়ে এই উইকেট শিকার করেন তিনি। কমপক্ষে ২০ উইকেট শিকার করা বোলারদের মধ্যে ২১ বছর বয়সী এই স্পিনারেরই গড় সবচেয়ে বেশি।

৪৮ উইকেট নিয়ে পরের অবস্থানে আছেন নিউ জিল্যান্ড পেসার ম্যাট হেনরি, ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা এবং শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়াসুরিয়া।

বাংলাদেশি বোলারদের জন্যও ২০২৪ সালটা ছিল দারুণ। ১০ টেস্টের ১৮ ইনিংসে দেশের হয়ে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে আলাদাভাবে নজর কেড়েছেন হাসান মাহমুদ। গত মার্চে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই পেসারের শিকার ৩০ উইকেট, যা বাংলাদেশের কোনো পেসারের এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়