শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে বাধ্য ফ্রাঞ্চাইজিরা : বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলকে স্মরণীয় করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছে না। কনসার্ট, মাসকট, থিম সং, ফ্রি পানি কর্ণার, অনলাইন টিকেট যার অন্যতম উদারহরণ। তবে এতো আয়োজনের মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। কারণ যে ক্রিকেটারদের নিয়ে এতো আয়োজন। সেই ক্রিকেটাররাই এখনো পারিশ্রমিক পাননি।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের একটা অংশ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু এবার তা হয়নি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দেয় সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না বিসিবি। - ডেইলি ক্রিকেট

ফারুক বলেন, একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না।

বোর্ড সভাপতি আরও বলেন, গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য যাতে ফিল করে যে বোর্ড দেখবে। ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য।

এতো আয়োজনের পরও সমালোচনার মুখে পড়েছে বিসিবি। বিপিএল শুরুর একদিন আগে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখছেন না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। টুর্নামেন্ট শুরুর পর যোগ হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়