শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন, কোনো অস্ট্রেলিয়ান ও ভারতীয় নেই

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। অবাক করার বিষয় সেই তালিকায় জায়গা হয়নি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪০টি উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে ৬৩টি এসেছে এই বছরে। ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন চার শ্রীলঙ্কান, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে। যদিও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বুমরা বর্তমানে ৭ এবং সিরাজ ৮ম স্থানে অবস্থান করছেন। এছাড়া ব্যাটিং তালিকার সেরা পাঁচে থাকা রোহিত, গিল এবং বিরাট কোহলির পারফরম্যান্স মনে ধরেনি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়