শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বে ওভালে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সামনে ১৮৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্বাগতিকরা। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৫ রানে ম্যাচ জিতে নিলো কিউইরা। ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নিলেও লঙ্কানরা সব উইকেট হারিয়ে করতে পারল ১৪১ রান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে ঘরে তুললো স্বাগতিকরা। দুদিন আগেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রান কম করেছিল শ্রীলঙ্কা।  

সোমবার (৩০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে আরও একবার আলো ছড়িয়েছেন জ্যাকব ডাফি। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার (৩৭) উইকেট দিয়ে শুরু। এরপর কুশল পেরেরা (৪৮) ফেরেন তার বলেই। শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেওয়া দুই ব্যাটারকে বিদায় করে ম্যাচের নাটাই নিজ দলের হাতে তুলে দেন ডাফি।  
এর আগে প্রথম ম্যাচে নিশাঙ্কা (৯৬) ও কুশল মেন্ডিস মিলে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়ে শ্রীলঙ্কার জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু চার বলে ৩ উইকেট তুলে নিয়ে সেদিনও ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। আর আজ ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মূল নায়ক সেই ডাফিই। নিশাঙ্কাকে বিদায় করার পর একই ওভারে পেরেরাকে ফেরান তিনি। ১২৭ রানে ৪ উইকেট হারানোর পরও সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু ১৮তম ওভারে ৩ বলে ২ উইকেট তুলে নিয়ে সেই পথ বন্ধ করে দেন ডাফি।

১৯তম ওভারে টানা দুই বলে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় শ্রীলঙ্কা। শেষ ওভারে লঙ্কানদের শেষ উইকেটটি তুলে নেন ম্যাট হেনরি। ফলে ৫ বল হাতে রেখে জিতে যায় নিউজিল্যান্ড।  

এর আগে নিউজিল্যান্ডকে ভালো সংগ্রহ এনে দেন ওপেনার টিম রবিনসন, মার্ক চ্যাপম্যান ও মিচেল হেয়। এর মধ্যে ৩৪ বলে ৪১ রান করেন রবিনসন। চ্যাপম্যানের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪২ রান। আর শেষদিকে ১৯ বলে অপরজিত ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়