শিরোনাম
◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে রাজা, হেড, বাবর ও অর্শদীপ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও ভারতের অর্শদীপ সিং আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন। সোমবারের (৩০ ডিসেম্বর) পর শুরু হবে ভোটিং পর্ব। আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা।

এনিয়ে পরপর তিন বছর এই তালিকায় নাম লেখালেন রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। এছাড়া তার নেতৃত্বে এ বছর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে।

রাজার মতো ২৪ ম্যাচ খেলেছেন বাবরও। তবে ছয় ফিফটিতে ৩৩.৫৪  গড়ে ৭৩৮ রান করেছেন তিনি। তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কোনো পাকিস্তানি ব্যাটার।

হেড অবশ্য এবারই প্রথম জায়গা পেলেন এই তালিকায়। ১৫ ম্যাচে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

বিশ্বকাপ প্রসঙ্গ এলেই উঠে আসবে অর্শদীপের কথা। ১৭ বছর পর ভারতকে দ্বিতীয় শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। শুধু তা-ই নয়, বছর শেষ করেন ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে।

এদিকে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়