শিরোনাম
◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় নেমেই বাংলাদেশি পেসারদের প্রশংসায় ফরচুন বরিশালের শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের তুখোড় পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) দলটির সাথে অনুশীলনও সেরেছেন আফ্রিদি। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে বাংলাদেশি পেসারদের বেশ প্রশংসা করলেন এই পেসার। 

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। সেই দলের অন্যতম পারফর্মার ছিলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। হাসান মাহমুদও দেখিয়েছেন মুনশিয়ানা। তাই খুব কাছে থেকেই বাংলাদেশি পেসারদের দেখেছেন আফ্রিদি।

মিরপুরে শনিবার অনুশীলন শেষে শাহিন বলেন, বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।

বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা বলে মন্তব্য করেন শাহিন আফ্রিদি, সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন শাহিন। কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে এসেছেন সেটাও জানিয়েছেন পাকিস্তানি এ পেসার।

শাহিন বলেন, বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়