শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা হেরেই গেলো

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো কিউইরা। অথচ নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ ওভারে ১২০ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেই দলটিই কিনা বাকি সাত ওভারে তুলতে পেরেছে মাত্র ৪৪ রান। ৬০ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯০ রান করে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে লঙ্কানরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও জাকারি ফকস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৪২ বলে ৬২ রান করেছেন ড্যারিল মিচেল। ৩৩ বলে ৫৯ রান করেছেন মাইকেল ব্রাসওয়েল। এছাড়াও দুই অঙ্কের ঘরে রান করেছেন টিম রবিনসন ও মার্ক চ্যাপম্যান।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও মাহিশ থিকসানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়