শিরোনাম
◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঈম হাসান খুবই মজা পান তামিম ইকবালের অধীনে খেলে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অফস্পিনার নাঈম হাসান ওপেনার তামিম ইকবালের অধীনে খেলে অনেক মজা পান বলে মন্তব্য করেছেন। ফরচুন বরিশালের এ ক্রিকেটার জানিয়েছেন, তামিম সব সময় ক্রিকেটারদের বাড়তি সমর্থন করেন। 

নাঈম বলেন, উনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনও ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়।

বিপিএল শুরুর আগে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বরিশাল। যেখানে দেখা গেছে দলটির একাধিক তারকা ক্রিকেটারদের। শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ বাদে প্রায় সবাই ছিলেন অনুশীলনে। যারা সবাই সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন।

প্রথম দিনের অনুশীলনে ম্যাচ সিনারিওতে দেখা গেছে বরিশালকে। এই প্রসঙ্গে নাঈম বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদিৃলম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা।

বরিশালের স্কোয়াডে তারকা ক্রিকেটারের অভাব নেই। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, রিপন মন্ডল কে নেই তাদের দলে। সেই সাথে বিদেশি কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের দেখা যাবে বরিশালের হয়ে বিপিএল মাতাতে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একাদশ নির্বাচন করতে মধুর সমস্যায় পড়তে পারে বরিশাল।

একাদশে সুযোগ পাওয়া প্রসঙ্গে নাঈম বলেন, প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বীতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়