শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নাহিদ রানার যত্ন নিলে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ কিছু হবে: শন টেইট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তুখোড় পেসার নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায়। শুধু গতি নয়, দেশের জার্সিতে পারফম্যান্সও করছেন তরুণ এ পেসার দারুণ। যার ফলে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা নাহিদ রানার প্রশংসা করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হয়ে আসা অজি এ পেসার মনে করেন নাহিদ রানার মতো পেসার পাওয়া খুব সহজ ব্যাপার না। সেই সাথে টাইগার পেসারের যতœ নিতেও বললেন টেইট। - ডেইলি ক্রিকেট

অজি সাবেক এ পেসার বলেন, ‘আমারও তাই মনে হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে এর আগে আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।

টেইট আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যতœ নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।

পেসারদের অন্যতম শত্রুর নাম হচ্ছে ইনজুরি। অনেক প্রতিভাবান পেসার চোটের কারণে ক্যারিয়ারে ভালো করতে পারেন না। নাহিদ রানা যাতে ইনজুরির কবলে পড়ে হারিয়ে না যায় সেজন্য বিসিবির প্রতি পরামর্শও দিয়েছেন টেইট।
তিনি বলেন, নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের উপর। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়