শিরোনাম

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৭ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে শেখ মাহেদী হাসান

স্পোর্টস ডেস্ক: টাইগার ক্রিকেটার শেখ মাহেদী হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছেন। ২০ ওভারের ফরম্যাটের সিরিজে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এ স্পিনার। শুধু তাই নয়, দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার মাহেদী পেয়েছেন আইসিসি থেকেও। আইসিসির সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করেছেন মাহেদী। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে মাহেদী। ২০ ওভারের ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে টাইগার এ স্পিনার। - ডেইলি ক্রিকেট

শুধু মাহেদী নয়, র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই ভালো করেছেন টাইগার এ পেসার। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন তাসকিন। তবে ওয়ানডেতে এক ধাপ পিছিয়েছেন টাইগার এ পেসার। ৫০ ওভারের ফরম্যাটে তার বর্তমান অবস্থান ৩৯ নম্বরে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন রিশাদ হোসেনও। টাইগার এ লেগ স্পিনার ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে তিনি।

টি-টোয়েন্টিতে সেরা বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আকিল হোসেন। মাহেদী ছাড়া শীর্ষ দশে আসেনি আর কোনো পরিবর্তন। ওয়ানডেতে ১ নম্বর জায়গা ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন কুলদ্বীপ যাদব। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট। ওয়ানডেতে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে শীর্ষে ট্রাভিস হেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়