শিরোনাম
◈ মুন্সীগঞ্জ লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল! ◈ পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে, বলল ভারত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৬ জানুয়ারি ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এর চারদিন পর, অর্থাৎ ১০ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ক্যারিবিয়ানদের।

রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ দল যাবে মুলতানে। সেখানে ১৭-২১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে। ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

গত ১৯ বছরে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালের নভেম্বরে পাকিস্তান সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৬ সালের অক্টোবরেও অবশ্য টেস্ট সিরিজ খেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সিরিজটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনবার পাকিস্তান সফর করলেও টেস্ট সিরিজ খেলেনি এই দুই দল।

এর আগে ২০১২ সালের জুনে ওয়ানডে সিরিজ এবং ২০২৮ সালের এপ্রিল ও ২০২১ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিনটি সিরিজে টেস্ট খেলেনি দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়