শিরোনাম
◈ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ◈ টানা ১৯ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ◈ জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়: গয়েশ্বর  ◈ সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ মুন্সীগঞ্জ লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল! ◈ পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে, বলল ভারত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে যেতে আপত্তি তোলায় ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। যদিও এখনো সেই ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ জানিয়েছে, আসরের দ্বিতীয় দিনই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত লড়াই।

সব ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ।  ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

এদিকে গুঞ্জন চলছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা কলম্বোকে বেছে নেওয়া হতে পারে । আগামী ৯ মার্চ পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির।  সবশেষ আসরে (২০১৭) ভারতকে একপ্রকার গুঁড়িয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চিরপ্রতিন্দ্বন্দ্বীদের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত। ২ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়েই পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়