শিরোনাম
◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের ◈ নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না: জামায়াত আমির ◈ জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে: আলী রীয়াজ ◈ আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে! (ভিডিও) ◈ শাপলা চত্বর হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ-প্রেস সচিব ◈ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের ◈ ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন ◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদের হঠাৎ ছন্দপতনে আমি ভীষণ উদ্বিগ্ন: কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে নিজের মাঠে চার গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদ। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরে গেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। হঠাৎ করে দলের এমন ছন্দপতনে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

গত মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ইতালিয়ান সেরি আর পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা মিলানের কাছে হেরে যায় রিয়াল। ফলে তিন বছরের বেশি সময় পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল স্প্যানিশ ক্লাবটি।

গত ২৭ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের পর আবারও ঘরের মাঠে মিলানের কাছে বড় হারে রিয়ালের দুর্বল রক্ষণভাগ ও আক্রমণভাগে ধারাবাহিকতার অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। ম্যাচ শেষে দলের এই সমস্যার কথা ফুটে উঠেছে আনচেলত্তির কণ্ঠেও।

আমাদের চিন্তিত হওয়া উচিত, দল ভালো খেলছে না। দল এখন গোছানো নয়। আমাদের আরও দৃঢ় হতে হবে, আরও সংগঠিত হতে হবে। অনেক গোল খেয়েছি... মাঠে আমাদের দলটি ঠিকভাবে সংগঠিত নয় এবং এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। নিজেদের সেরা অবস্থানে ফিরতে হবে যেন আমরা সব প্রতিযোগিতায় লড়তে পারি।

ঘরের মাঠে নিজেদের সবশেষ তিন ম্যাচে ৯ গোল হজম করেছে রিয়াল। মিলানের বিপক্ষে শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে দুটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ২৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ভিনিসুস জুনিয়র। তবে এরপর আর কোনো গোল দিতে পারেনি পুরো দল।

এদিন ঘরের মাঠে দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে এমবাপ্পেকে। ফরাসি এই তারকার সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনাও করছেন সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞরা। তবে দলের এমন বাজে অবস্থার ব্যক্তিগত নৈপুণ্যের অভাবে নয় বলে জানান রিয়াল কোচ।

এটা অনুপ্রেরণা বা মনোভাবের সমস্যা নয়। এটা একটা সামগ্রিক বিষয় যা আমাদের দ্রুত ঠিক করতে হবে। মাঠে কিছু একটা অভাব আছে এবং আমরা আমাদের সেরা রূপ দেখাতে পারিনি। আমাদের এটা ঠিক করতে হবে। তবে সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। আমাদের সেই শক্তি পুনরুদ্ধার করতে হবে যা আমরা হারিয়েছি। এটাই সবচেয়ে বড় সমস্যা।

৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচের মধ্যে ২টিতে হেরেছে রিয়াল। জয় বাকি দুই ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিগে এক ম্যাচ বেশি খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। ১১ ম্যাচে ৭ জয়ে আনচেলত্তির দলের পয়েন্ট ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়