শিরোনাম
◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের ◈ নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না: জামায়াত আমির ◈ জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে: আলী রীয়াজ ◈ আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে! (ভিডিও) ◈ শাপলা চত্বর হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ-প্রেস সচিব ◈ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের ◈ ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন ◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ও সুয়ারেজ পারলেন না ইন্টার মায়ামির পরাজয় ঠেকাতে

স্পোর্টস ডেস্ক: দুই তারকা লিওনেল মেসি ও সুয়ারেজ পারলো না নিজ দল ইন্টার মায়ামির পরাজয় ঠেকাতে। নিজেরা গোলও করতে পারেননি। তবে চেষ্টার ত্রুটি ছিলো না তাদের। সবই বেস্তে যায় প্রতিপক্ষের অবিচল রক্ষণভাগের জন্য। এদিন আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে প্রথম প্লে অফে ১-০ গোলে জয় পাওয়ায় মঞ্চটা প্রস্তুত ছিল। 

রোববার (৩ নভেম্বর) একই দলের বিপক্ষে শুধু জিতলেই নিশ্চিত হতো এমএলএস কাপ প্লে অফে ইন্টার মায়ামির সেমিফাইনাল। কিন্তু সে ম্যাচে এসেই হার দেখতে হয়েছে মায়ামিকে। এতে করে সেমিফাইনাল যাওয়াটা কঠিন হয়ে গেল মেসি-সুয়ারেজদের। এদিন গোল পাননি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের কেউই। তবে ম্যাচে শুরুতে এগিয়ে ছিল মায়ামিই। 

রোববার (৩ অক্টোবর) ভোরে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড মার্টিনেজ। অন্যদিকে আটলান্টার হয়ে গোল দুটি করেন ডেরেক উইলিয়ামস ও জান্দে সিলভা। 

এ হারের ফলে লিগে টানা অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো দলটির। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় আড়াই মাস এবং ১০ ম্যাচ পর হারের স্বাদ পেল মায়ামি, যারা সবশেষ আগস্টের মাঝামাঝি লিগস কাপে হেরেছিল।

ঘরের মাঠে হওয়া ম্যাচের ২২তম মিনিটে গোলের সুযোগ মিস করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা ডিয়েগো গোমেজের সঙ্গে বল বিনিময় করে ডি-বক্সে ঢুকলেও শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটে গোলরক্ষক ব্রাড গুজানের একটি ভুলের কারণে ইন্টার মায়ামি এগিয়ে যায়। বল তালুবন্দি করতে গিয়ে ফেলে দেন গুজান, সুযোগটি কাজে লাগিয়ে ডেভিড মার্টিনেজ গোল করেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে আটলান্টা ইউনাইটেড ম্যাচে ফিরে আসে। ৫৮তম মিনিটে উইলিয়ামসের হেডে সমতা ফেরে তারা। মায়ামির খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হন। এরই মধ্যে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জান্দে সিলভার গোলে আটলান্টা জয় নিশ্চিত করে।

এই পরাজয়ের পরেও লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪, যেখানে দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের পয়েন্ট ৬৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়