শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র কেনা যাবে ৯ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর। সোমবার (৭ অক্টোবর) বাফুফের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র কিনতে পারবেন। জমা দেয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। বাফুফের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ অক্টোবর। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৯ ও ২০ অক্টোবর সেটি করতে পারবেন। চূড়ান্ত ভোটগ্রহণ হবে ২৬ অক্টোবর।

নির্বাচনকে সামনে রেখে বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান। 

পদ অনুযায়ী মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সভাপতি পদের মনোনয়নপত্র ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি ৫০ হাজার টাকা এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়