শিরোনাম
◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান ◈ বজ্রপাতের শঙ্কা ৭ জেলায়, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের ◈ নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না: জামায়াত আমির ◈ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিটা দল এবং জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবেন : অধ্যাপক আলী রীয়াজ ◈ আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে! (ভিডিও) ◈ শাপলা চত্বর হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ-প্রেস সচিব

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০৮:৩৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে নেইমার আসছেন বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য আসছে বড় সুসংবাদ। প্রথমবারের মতো ফুটবল পাগল দেশটিতে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। তাকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকরা। 

বিষয়টি জানিয়েছেন খোদ নেইমারের বন্ধু রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। ২০২৫ সালের শুরুর দিকে বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী নেইমার। 

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।

গত বছর বাংলাদেশে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়