শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গত মঙ্গলবারই নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার। বুধবার জানা যায় তাদের প্রতিপক্ষের নামও। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। বুধবার ‘বি’ গ্রæপের সব ম্যাচ শেষ হওয়ার পর সেমির লাইনআপ চূড়ান্ত হয়।

বুধবার  ‘বি’ গ্রæপে ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। ভুটান নেপালের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে।

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রæপ পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। ‘এ’ গ্রæপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর গ্রæপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় সেমি নিশ্চিত হয় বাংলাদেশের।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে (-৩) বাংলাদেশের নিচে নেমে যায়। এই সমীকরণে তিন দলের গ্রæপে রানার্সআপ হয় বাংলাদেশ।

সেমিফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়