শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৮ দিনে ৩ দেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের ৬ টেস্ট

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। দেশটির বিপক্ষে আফগানদের এটি প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজও। ফলে স্বাভাবিকভাবেই তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তবে এই ম্যাচ দিয়েই ব্যস্ত এক এশিয়া সফর শুরু করতে যাচ্ছে কিউইরা। ৫৮ দিনে তিনটি দেশের বিপক্ষে মোট ছয়টি টেস্ট খেলবে তারা।

চার দশক পর এবারই প্রথম এশিয়া মহাদেশে ছয়টি টেস্ট খেলতে নামবে নিউ জিল্যান্ড। সোমবার ভারতের নয়ডায় আফগানদের বিপক্ষে শুরু হওয়া টেস্ট শেষেই তারা চলে যাবে শ্রীলঙ্কায়। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ পর আবার আসবে ভারতে। এরপর রোহিত শর্মার দলের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে কিউইরা। অলআউট স্পোর্টস
সূচি অনুসারে, ৯ সেপ্টেম্বর থেকে আগামী ৫ নভেম্বর সময়ের মধ্যে এই টেস্টগুলো খেলবে দেশটি। অর্থাৎ আগামী ৫৮ দিনের মধ্যে ৩০ দিনই টেস্ট খেলবে কেইন উইলিয়ামনস-টিম সাউদিরা। এই ম্যাচগুলো তারা খেলবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ সেপ্টেম্বর প্রথম এবং ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নিউ জিল্যান্ড।
এরপর ভারতে ফিরে ১৬ অক্টোবর বেঙ্গালুরু টেস্ট দিয়ে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। ২৪ অক্টোবর পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১ নভেম্বর মুম্বাইয়ে শুরু হওয়া তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে কিউইদের দীর্ঘ এশিয়া সফর।

প্রতিটি ম্যাচই পঞ্চম দিনে গড়ালে ছয় টেস্টের জন্য সব মিলিয়ে ৩০ দিনই মাঠে থাকতে হবে নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের।

এর আগে ১৯৮৪ সালে এশিয়ায় ছয়টি টেস্ট খেলেছিল কিউইরা। সেটিও আট মাসের ব্যবধানে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ দুটি খেলেছিল তারা। অন্যদিকে গত এক দশকে এশিয়ার মাটিতে বছরে তিনটির বেশি টেস্ট খেলেনি নিউ জিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়