শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়া সিরিজ জয় করে দেশে ফিরলো বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিরুদ্ধে শুধু জয় নয়, রীতিমত রেকর্ড গড়া সিরিজ জয় করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি শান মাসুদের দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার নাগাদ ঢাকায় অবতরণ বাংলাদেশ দলের একাংশকে বহনকারী বিমান।

প্রথম বহরে দেশে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ চান্দিকা হাথুরসিংহে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।

বুধবার দিবাগত রাত ২টায় অপর এক বিমানে দলের বাকি সদস্যরা দেশে ফিরেন। বিমানবন্দরে ক্রিকেটারদের অভ্যর্থনা জানান ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

যদিও স্কোয়াডে থাকা সাকিব আল হাসান ফিরছেন না বাংলাদেশ। করাচি থেকে দলের সঙ্গে দুবাইয়ে এলেও সেখান থেকে ইংল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচ শেষে ইংল্যান্ড থেকেই ভারত সফরে যাবেন সাকিব।

প্রসঙ্গত, পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় করেছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্সে প্রথমবার পাকিস্তানের বিপক্ষ টেস্ট এবং সিরিজ জয়ের কীর্তি গড়েছে দল। প্রথম টেস্টে ১০ উইকেট ও দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়