শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দলের বড় দুই তারকাকে পাবে না ভারত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। যেখানে বাবর-আফ্রিদির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আসন্ন এই সিরিজ শেষে প্রতিবেশী ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। 

অবশ্য ভারতের মুখোমুখি হতে এখনো এক মাসেরও বেশি সময় বাকি। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচের ওই টেস্ট সিরিজ। এরপর অক্টোবরে তিনটি ওয়ানডে। আসন্ন এই টেস্ট সিরিজের জন্য ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের গুঞ্জনও আছে। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরেই গুঞ্জন ছিল বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে নতুন কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন কোহলি ও রোহিত। অবশ্য বুমরাহ ছিলেন না টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের কোথাও। 

জাতীয় দলের খেলা না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ দুলিপ ট্রফি খেলার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়ে দিয়েছে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ঘরোয়া আসরে খেলতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও এখানে বাড়তি সুবিধা পাচ্ছে কোহলি এবং রোহিতের মত সিনিয়ররা। এমনকি ছুটির মেয়াদ বাড়তেও পারে তাদের। 

তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বিশ্রামে থাকবেন  বুমরাহ, কোহলি, রোহিতরা। যার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যস্ত মৌসুম। বাংলাদেশ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। এরপর ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়