শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্সি বানানো নিয়েও দুর্নীতি হয়: ক্রিকেটার নুরুল হাসান সোহান

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় ক্রীড়াঙ্গন নিয়েও নেতিবাচ খবর প্রকাশিত হচ্ছে। ক্রীড়াঙ্গনের এক দুর্নীতির বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ দুর্নীতির কথা জানান তিনি। সোহান দাবি করেন, প্রথম শ্রেণির ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে চারদিনের ম্যাচ খেলেন উইকেটকিপার ব্যাটার। প্রতি মৌসুম শুরুর আগে জার্সি বানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রতি বিভাগকে ৩ লাখ টাকা দেয়া হয়। অথচ মাত্র ৮০ হাজার টাকায় জার্সি বানানো হয় বলে অভিযোগ তার।

সোহান বলেন, এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু অধিনায়ক ছিলাম। ৩০ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে, যেটা পরার মতো নয়। এটার দায়িত্বে ছিলেন (বিভাগীয় দলের) সেক্রেটারি। ১৪-১৫ বছর ধরে সেই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়। পরে আমরা খেলোয়াড়েরা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। যে জার্সি বাইরে পরার মতো অবস্থা ছিল না। 

তিনি আরও বলেন, বাকি ২ লাখ ২০ হাজার টাকা নিজের পকেটে রেখে দেন সেক্রেটারি। সবশেষ ১৪-১৫ বছর ধরে এমন কা- করে আসছেন খুলনা বিভাগের সেক্রেটারি। মাত্র ৮০ হাজার টাকায় ৩০ জনের জন্য বানানো জার্সি গায়ে দেয়া যায় না বলেও অভিযোগ সোহানের। তিনি বলেন, সর্বশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি, বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ দেয়া হতো তিন লাখ টাকার মতো।

এখন বিসিবিতে সংস্কারের দাবি তুলছেন অনেকে। আলাপ আছে বিসিবিতে নতুন সংগঠকদের আসারও। সোহানের চাওয়া, ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কেউ না আসেন। তিনি বলেন, কিছু মানুষ নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, ক্রীড়াঙ্গনে আছে। কিন্তু এমন মানুষের আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে ব্যবসা করতে চায়। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে, তাদের ক্রিকেটে আসার দরকার নাই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়