শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সন্ধ্যায় দল ঘোষণা করা হয়। 

শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তিনি সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের দলে।

এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা। এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন।

এরই মধ্যে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না।

বাংলাদেশ দল: নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়