শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৭:২৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় অক্টোবরে আইসিসির বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১০ বছর পর আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু হবে বাংলাদেশ। এবার নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির বোর্ড সভা বাংলাদেশে হতে যাচ্ছে। ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের সময় বাংলাদেশে প্রথমবার বসেছিল আইসিসির বোর্ড সভা। এরপর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্বিতীয় দফা বাংলাদেশে আইসিসির বোর্ড সভা হয়েছে। 

অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশে তৃতীয়বারের মতো আইসিসির সভা বসবে তখনই। এবারের সভার গুরুত্বটা একটু বেশি কারণ, আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।


নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’ মূলত কলম্বোয় অনুষ্ঠিত আইসিসির সভা সম্পর্কেই কথা বলেছেন বিসিবি সভাপতি। আইসিসির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তাঁর শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বৈঠকটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়