শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী ভারতের বিপক্ষে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে এই কীর্তি গড়লো লঙ্কান মেয়েরা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক চামারি আতাপাত্তুর অসাধারণ ব্যাটিংয়ের পর হারশিতা ও কাভিসার দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে শ্রীলঙ্কা।

ডাম্বুলায় অনুষ্ঠেয় নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার ভিশমি গুণারত্নে দলীয় ৭ রানের মাথায় ব্যাক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। তবে এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ওয়ানডাউনে নামা হারশিতা সামারাউইকরামাকে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। 

দলীয় ৯৪ রানের মাথায় অধিনায়ক চামারি ৪৩ বলে ৬১ রান করলে সাজঘরে ফিরলে আনন্দে মাতে ভারত। এ পর্যায়ে লঙ্কানরা কিছুটা চাপে পড়ে। তবে কাভিসা দিলহারি উইকেটে এসে অপর ব্যাটার হারশিতাকে যোগ্য সঙ্গ দেন। এরমধ্যে হারশিতা নিজের অর্ধশতক তুলে নেন। অপরদিকে কাভিসা ক্রিজে ঝড় তুলতে থাকেন। শেষ পর্যন্ত হারশিতার অপরাজিত ৫১ বলে ৬৯ এবং কাভিসার হার না মানা ১৬ বলে ৩০ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

ম্যাচসেরা হন হারশিতা সামারাউইকরামা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউর। আগে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ রান করেন রিচা ঘোষ। এছাড়া বাকিদের মধ্যে উল্লেখযোগ্য জেমিমাহ ১৬ বলে ২৯, শেফালি ভার্মা ১৯ বলে ১৬ এবং অধিনায়ক কাউর ১১ বলে ১১ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়