শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান শাহীনসের বিরুদ্ধে ২৫৮ রানে অলআউট এইচপি, জয়-আইচের ফিফটি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান শাহীনসের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স টিম (এইচপি)। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৫৮ রানে অলআউট হয়েছে মাহমুদুল হাসান জয়ের দল।

দলের হয়ে ফিফটির দেখা পেয়েছেন জয় ও আইচ। ৯০ বলে সর্বোচ্চ ৬৯ রান করেছেন জয়। ৮০ বলে ৫৫ রান করেন আইচ। পাকিস্তানের খুররম শাহজাদ ৬৯ রান খরচায় নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে  ২ উইকেটে ৩৯ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান শাহীনস।

বল হাতে পঞ্চম ওভারে শাহিবজাদা ফারহানকে উইকেটের পেছনে ক্যাচ বানান রিপন মন্ডল। ১৪ রানে প্রথম উইকেট ফেলার পর রিপন পরে আরেক ওপেনার হাসিব উল্লাহকেও আউট করেন।

এর আগে ইনিংসের শুরুতে দলীয় ১৬ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দিয়ে পারভেজ হোসেন ইমনকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জয়। থিতু হয়ে থামেন পারভেজ। যাবার আগে ৭৫ বলে ৩০ রান করেন তিনি।

৬০ রানের জুটির পর দ্রুত অমিত হাসান ও শাহাদাত হোসেন দিপুকে হারায় এইচপি। বিপদ ঘনিয়ে আসা অবস্থায় জয়কে সঙ্গ দেন আইচ। দলের পূঁজি দেড়শো ছাড়ানোর পর বড় ধাক্কা খায় বাংলাদেশ।

উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, রেজাউর রহমান রাজা এবং রিপন মন্ডল মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অঙ্কন ৩১, রাজা ২৮ আর রিপন ১৭ করলে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের পুঁজি। তবে চার দিনের ম্যাচে এই পুঁজি সুবিধাজনক নয়।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়