শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে দেশে পাঠিয়েছে কানাডা

স্পোর্টস ডেস্ক: এবারের প্যারিস অলিম্পিক নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে আয়োজকরা। সেই তালিকায় যোগ দিলো নিউজিল্যান্ড ও কানাডা ফুটবল দলের নাম। কিউইদের অনুশীলনে ড্রোন ব্যবহার করায় গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কানাডার বিরুদ্ধে।

নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির অভিযোগ, ড্রোন চালিয়ে তাদের নারী ফুটবল দলের অনুশীলন ভিডিও করছিলেন কানাডা অলিম্পিক দলের একজন সাপোর্ট স্টাফ। সাথে সাথে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানালে সেই ড্রোন এবং অপারেটরকে আটক করেন।

পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ দায়ের করে নিউজিল্যান্ড। অভিযোগ প্রমাণিত হওয়ায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছে কানাডা অলিম্পিক কমিটি। এই ঘটনা তদন্ত করে ড্রোন অপারেটরকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। -এনটিভি

বুধবার (২৪ জুলাই) পাঠানো এক বিবৃতিতে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের কাছে ক্ষমা চেয়ে কানাডা অলিম্পিক কমিটি জানায়, আমরা মন থেকে নিউজিল্যান্ড ফুটবলের কাছে ক্ষমা চাইছি। কানাডিয়ান অলিম্পিক কমিটি সবসময় ফেয়ার প্লেতে বিশ্বাস করে। এই ঘটনায় আমরা হতবাক এবং হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, তাদের খেলোয়াড় এবং নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে বুধবার আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচ চলাকালে বেশকিছু দর্শক মাঠে ঢুকে পড়েন। এমনকি গ্যালারি থেকে আর্জেন্টাইন ফুটবলারদের দিকে বোতলও ছুঁড়ে মারা হয়। যার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়