শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থকষ্টে গ্রান্ডমাস্টার জিয়ার পরিবার, সহযোগিতা চায় প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় দাবায় রাজিবের বিপক্ষে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার একমাত্র ছেলে ফিদে মাস্টার তাজওয়ার জিয়া তাহসিন, তিনি দাবার ফেডারশনে আসছেন মায়ের হাতধরে।

তবে চেহারায় দেখা যাচ্ছে শোকাচ্ছন্ন। কারণ জিয়ার কোনো বাড়তি আয় ছিল না। জিয়া দাবা খেলা শেখাতেন, কোচিং থেকে যা আসত তা দিয়ে জীবন চালাতেন। কিন্তু জিয়ার মৃত্যুতে অর্থকষ্টে ভুগছে তার পরিবার। প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন সহায়তা। 

বুধবার দুপুরে জিয়ার স্ত্রী লাবণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়ে বলেন, উনারা যদি সহযোগিতা করেন ভালো হয়। আমি এখন কী করব। ছেলের পড়াশুনা, তার ক্যারিয়ার, কোনো কূলকিনারা দেখছি না। -ইত্তেফাক

জিয়ার ছেলে তাহসিনের বয়স ১৮, সেন্ট যোসেফে পড়ছে। পড়ালেখার প্রচুর চাপ। তাহসিন একেবারে জিয়ার মতোই। কিন্তু টেনশন কাটছে না লাবণ্যর। ছেলের পড়াশোনা, খেলার ক্যারিয়ার।

জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য জিয়াকে ভালোবেসে ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়েছিলেন। ২২তম বিসিএস দিয়ে পাশ করেছিলেন তিনি। সবমিলিয়ে তার স্থান ছিল ১৪তম, আর নারীদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বিসিএস ক্যাডার হয়েও চাকরি ছেড়ে চলে আসায় লাবণ্যর পরিবার দুই বছর তার সঙ্গে কথা বলেনি।

লাবণ্য বলেন, আমার সঙ্গে বিসিএস দেওয়া অন্যরা এখন জয়েন্ট সেক্রেটারি পোস্ট হোল্ড করছেন। তখন আমার শ্বশুর আমাকে বলছিলেন চট্টগ্রামে যাবে না। আমার পোস্টিং সেখানে। আমি বললাম, জিয়া যাবে না। জিয়া না গেলে আমিও যাব না।

জিয়াকে আমি ভালোবেসে বিয়ে করেছি। জিয়ার সঙ্গে থাকব বলে। যখন আমাকে জিয়া বলছিল তুমি চাকরি ছেড়ে দাও। আমিও সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। আমার কোনো আফসোস নেই। আমার লাইফ আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করিনি। জিয়া প্রতিদিন ছয় কিলোমিটার হাঁটত। কোনো সমস্যা দেখিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়