শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ গোলদাতায় মেসি দ্বিতীয় স্থানে

মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আরো একটা মাইলফলকে পৌঁছালেন। আন্তর্জাতিক ফুুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই আর্জেন্টাইন তারকা। ১০৮ গোল করে ইরানের আলী দায়ির সঙ্গে এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি ভাগাভাগি করছিলেন মেসি। এখন আর ভাগাভাগি নয়, দায়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দায়ি তৃতীয় স্থানে চলে গেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে শীর্ষে রয়েছেন পতুর্গালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল তার। এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গোল করতে না পারায় ১৩০ গোলে থেমে আছে তার গোলসংখ্যা।

বুধবার কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসি তার ক্যারিয়ারের ১০৯তম আন্তর্জাতিক গোল করেছেন। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় এ গোলটির মালিক হয়েছেন তিনি। এবারের কোপায় এ ম্যাচের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। 

ম্যাচের ৫১ মিনিটে করা মেসির গোলটির মালিক হতে পারতেন এঞ্জো। তার শটে মেসি কোনোমতে পা ছুঁয়ে দিয়ে গোলটির মালিকানা নিয়ে নেন। তার এ গোল নিয়ে কানাডার খেলোয়াড়দের আপত্তির শেষ ছিল না। তারা মেসির বিরুদ্ধে অফসাইডের অভিযোগ এনেছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে তার সিদ্ধান্তে অটল থাকেন।

১৮৬ ম্যাচে ১০৯ গোল করেছেন মেসি। ১৩০ গোল নিয়ে সবার উপরে থাকা রোনালদো খেলেছেন ২১২ ম্যাচ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়