শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০২:৪১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

স্পোর্টস ডেস্ক: গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের মধ্যেই চূড়ান্ত হয়েছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আট দল। এবারের আসরটি পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। বেশ কিছু দিন আগে এই টুর্নামেন্টটির সম্ভাব্য সূচি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারীর সংস্থার (আইসিসি) কাছে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (৭ জুলাই) জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে ওই প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে। -বিবিসি

টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে দেখা যায় আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। শেষ চারের ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে।  লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সে বার ভারতকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে তারা।

   তারিখ                   ম্যাচ                                               ভেন্যু

১৯ ফেব্রুয়ারি        পাকিস্তান বনাম নিউজিল্যান্ড              করাচি
২০ ফেব্রুয়ারি        বাংলাদেশ বনাম ভারত                        লাহোর
২১ ফেব্রুয়ারি         আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা   করাচি
২২ ফেব্রুয়ারি        অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড                    লাহোর
২৩ ফেব্রুয়ারি        নিউজিল্যান্ড বনাম ভারত                    লাহোর
২৪ ফেব্রুয়ারি        পাকিস্তান বনাম বাংলাদেশ                   রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি        আফগানিস্তান বনাম ইংল্যান্ড               লাহোর
২৬ ফেব্রুয়ারি        অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা         রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি         বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড              লাহোর
২৮ ফেব্রুয়ারি        আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া           রাওয়ালপিন্ডি
১ মার্চ                    পাকিস্তান বনাম ভারত                         লাহোর
২ মার্চ                    দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড             রাওয়ালপিন্ডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়