সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় সময় সংবাদকে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ‘আমিরে জামায়াত আপাতত সুস্থ আছেন। একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রেশার ও সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে।’
জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে রাতে একটি স্টেটমেন্ট দেয়া হবে বলেও জানান তিনি।