শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত আমির গোপনে দোহা যাননি, বিবৃতি দলের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দেশেই ছিলেন, দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

জনগণের কাছে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়ানো হয়েছে উল্লেখ করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা এ টি এম মা’ছুম।

বিবৃতিতে জামায়াত আমিরের গত ২৮–৩১ মে পর্যন্ত অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২৮ মে সকালে কারামুক্ত এ টি এম আজহারুল ইসলামকে সংবর্ধনা, বিকেলে মগবাজারে তাঁর সঙ্গে মতবিনিময় এবং প্রয়াত জামায়াত নেতা গোলাম আযম, আবদুর রাজ্জাক এবং এ টি এম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির।

এতে উল্লেখ করা হয়, ২৯ মে সারা দিন বসুন্ধরায় নিজ বাসায় এবং রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন শফিকুর রহমান। ৩০ মে সকালে তিনি ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ৩১ মে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। সেদিন সকালে তিনি বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুর যান এবং সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় অবতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়