মনিরুল ইসলাম: রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার বাংলাদেশে বিনিয়োগ, বিশেষ করে ট্রেড খাতে, যথেষ্ট আগ্রহ রয়েছে। নির্বাচন প্রসঙ্গেও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন—কখন তা অনুষ্ঠিত হতে পারে।”
তিনি আরও বলেন, “রাশিয়া একটি শক্তিশালী এনার্জি রিচ দেশ। জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, রাশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনাও আলোচনায় এসেছে।”