শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণতন্ত্র মঞ্চের সভার প্রস্তাব, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার আহবান

মনিরুল ইসলাম : গণতন্ত্র মঞ্চ গাজা ও রাফাসহ ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস  অব্যাহত গণহত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।প্রস্তাবে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গাজা খালি করে আবাসন তৈরীর পাঁয়তারাকে বেসামাল আগ্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করা হয়।

আজ ৯  এপ্রিল বুধবার দুপুর ১২ টায় নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয়।  সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় ।

সভায় গৃহীত এক প্রস্তাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক স্থবিরতা ও অকার্যকারীতায় সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে।

মবসন্ত্রাস ছড়িয়ে পড়ছে।জানমালের নিরাপত্তা নিয়ে জনমনে উৎকন্ঠা বাড়ছে।প্রস্তাবে বলা হয় রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।।

প্রস্তাবে বলা হয় সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলতে থাকলে বিনিয়োগসহ অর্থনৈতিক কর্মকান্ডেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে গাজা ও রাফাসহ ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস অব্যাহত গণহত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।প্রস্তাবে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গাজা খালি করে আবাসন তৈরীর পাঁয়তারাকে বেসামাল আগ্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করা হয়।প্রস্তাবে অবিলম্বে গণহত্যা বন্ধের আহবান জানানো হয়।প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন ও সংহতিও ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারি  আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ-সভাপতি কে এম জাবের। 

আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া , নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ। 

গণতন্ত্র মঞ্চের কর্মসূচীঃ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

মঞ্চের নতুন সমন্বয়ক নির্বাচিত
আগামীকাল ১০ এপ্রিল থেকে পরবর্তি তিন মাসের জন্য গণতন্ত্র মঞ্চের  নতুন সমন্বয়বের  দায়িত্ব পালন করবেন ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক  বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজ মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়