শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদের অভাব নেই দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘৫৬ হাজার বর্গমাইলের আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশে বিগত সময়ে শাসনের দায়িত্বে যারা ছিল তারা সম্পদের পাহাড় গড়েছে আর গরিব আজীবন গরিবই থেকে গেছে। দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল।’

‘সম্পদের অভাব নেই দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘৫৬ হাজার বর্গমাইলের আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশে বিগত সময়ে শাসনের দায়িত্বে যারা ছিল তারা সম্পদের পাহাড় গড়েছে আর গরিব আজীবন গরিবই থেকে গেছে। দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল।’

সোমবার (২৪ মার্চ ) সিরাজগঞ্জের উল্লাপাড়া বড় পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বড় পাঙ্গাসী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি মো: ইব্রাহিম খলিল মাস্টারের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মো: আরমান হোসেনের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘দেশ থেকে টাকা পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থাকে বিকলাঙ্গিত করা হয়েছে’ জানিয়ে রফিকুল ইসলাম খান বলেছেন, ‘এই ভঙ্গুর পঙ্গু অর্থনৈতিক ব্যবস্থার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। দেশ পরিচালনার কাজে যদি দুর্নীতিমুক্ত নেতৃত্ব থাকতো তাহলে দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা হতো না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে একদল সৎ যোগ্য দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে। জামায়াত তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে সেখানে এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের লোকজন কোথায় এক টাকার চাঁদাবাজি দখলদারিত্ব করে নাই। এ থেকেই প্রমাণ হয় বাংলার জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। ইনশাল্লাহ’

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক নূর মোহাম্মদ সিরাজী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আ: বারী, উপজেলা কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়