শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ বিশ্বের মানবিক করিডোর কোথায় কোথায় আছে, কতটা কার্যকর? ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও)

নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

আবদুল হান্নান মাসউদ এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে তার পথসভায় হামলার ঘটনা  ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে বাংলামোটরে ফিরে আসেন।

বিক্ষোভকারীরা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর দায় দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাসউদের পথসভায় হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা গেছে, সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন আবদুল হান্নান মাসউদ। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পথসভায় বাধা দেয় ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন।

এদিকে পথসভায় বাধা ও হামলার ২ ঘণ্টার মাথায় অবস্থান কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফার হামলায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসউদসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়