শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস

জাতীয় নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচনই তো শেষ না। এরপরও নির্বাচন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ না। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্তে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নিয়মতান্ত্রিকতার মধ্যদিয়ে যেতে হবে। নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের ক্ষতি হবে। 

ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা। তিনি বলেন, একজনের চিন্তা-চেতনা-মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।

উল্লেখ্য, গত রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়