শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এডিট করা ভিডিও প্রচার করে বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচার

মনিরুল ইসলাম : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির কৌশল নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও  লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি মহল ভিডিওটি এডিট করে বানিয়ে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়েছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত থেকে বেশ কিছু ফেসবুক একাউন্টে ছড়িয়ে পড়া শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ২৫ সেকেন্ডের একটি ভিডিওটি ভাইরাল হয়। 

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্থানীয় নেতাকর্মী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে নিউ মার্কেট এলাকায় অনেক চাঁদাবাজি হতো। এখোনো অনেক দল চাঁদাবাজির চেষ্টা করছেন। এই চাঁদাবাজি বন্ধ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।

পাশাপাশি দলীয় কোন নেতাকর্মী যাতে চাঁদাবাজির সাথে জড়িত না হয় সে জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসময় উপস্থিত কোন এক ব্যবসায়ী তার বক্তব্যকে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। সেখানে আগে পরে ভিডিও'র অংশ কেটে এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মূহর্তেই ভাইরাল হয়।

 উপস্থিত নেতাদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসায় নিউমার্কেটস্থ লক্ষীপুরের ব্যবসায়ীরা দেখা করতে যায়। এসময় ব্যবসায়ীরা তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। এসময় অনেক ব্যবসায়ী গত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। একপর্যায়ে শহীদ উদ্দিন এ্যাণি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তা কৌশলে মোকাবেলা করার নির্দেশ দেন। এবং বিএনপির কোন নেতাকর্মী এর সাথে জড়িত থাকলে তাকে জানানোর অনুরোধ জানান। 

উপস্থিত থাকা ব্যবসায়ীর দাবি, তার এমন বক্তব্যকে কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারন করে ইডিটিং করে উদ্দেশ্যপ্রণোধিতভাবে তিনদিন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নিউমার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসে। ব্যবসায়ীরা চাদাঁবাজি নিয়ে আমার কাছে তাদের কথা বলেন-চাদাঁবাজি বন্ধের জন্যে কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছি। কিন্তু একটি মহল এটার একটা ভিডিও ইডিটিং করে সোস্যাল মিডিয়া অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ রাজনীতির অন্তরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়