শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-ও দাওয়াত পেয়েছেন।

এর মধ্যে মির্জা ফখরুল ও আমীর খসরুর ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। আর যুক্তরাজ্য থেকে তারেক রহমান কি যাচ্ছেন আমেরিকায়, সেই প্রশ্ন এখন?

বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। তাই নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা বলা হচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে এটিই হবে জাইমা রহমানের প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা। তবে, কেউ মুখ খুলতে রাজি নন। এছাড়া, যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতির বিষয়টিও জড়িত।

অনুষ্ঠানটিতে জাইমা রহমানের যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ নিশ্চিত করেন, তিনি দুই ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দেবেন। আর জাইমা রহমানের যোগ দেয়া নিয়ে তিনি মুখ খোলেননি। রহস্য রেখে বলেছেন, অপেক্ষা করেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়