শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান 

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ  প্রিন্স বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং এই কমিশনের মাধ্যমে নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবন নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করে তুলবে ।

আজ সোমবাী সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন কালে একথা বলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন ,আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতি করনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল ।
শিক্ষা কারিকুলামে জীবন নির্ভর ও কর্মমুখী কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি ।যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত ।

তিনি বলেন ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে ।সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে ।

তিনি সকলকে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী ,বিএনপি নেতা মিজানুর রহমান মিজান , ধারা উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মির্জা এনামুল হক ,ধারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান , হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়