শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ১০:২১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বেগম খালেদা জিয়া'র  সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম  : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

আজ ২৫ নভেম্বর সোমবার রাত ৮ টায় তাঁর  বাস ভবনে সাক্ষাৎ করতে আসেন  সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

এ সময় উপস্থিত আছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপার্সন সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য  ডক্টর এনামুল হক চৌধুরী। 

আজ রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপির প্রেস উইং  এর সদস্য শাইরুল কবির খান।

এদিকে, সাক্ষাৎ এর সময় সৌদি রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনের  আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় একঘন্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয়ক, উনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। কবে নাগাদ যাবেন, সেটাও জানতে চান৷  আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়