শিরোনাম
◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের টুইট ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: প্রতিবাদ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের


ডেস্ক রিপোর্ট : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।  সম্প্রতি ট্রাম্প তার এক টুইট বার্তায় দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে। এলবার্ট পি কস্টা এ মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি জানান, এটি মার্কিন নির্বাচনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এবং এর পেছনে পতিত সরকারের এজেন্টদের হাত থাকতে পারে।

কস্টা আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে খ্রিস্টানদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। দু'টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে। একজন সাবেক বিশ্ব নেতার এ ধরনের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

তিনি বলেন, খ্রিস্টানদের উপর সাবেক সরকারের লোকজন হামলা করে বর্তমান সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আশা করে, ট্রাম্প ভবিষ্যতে এ ধরনের মিথ্যা টুইট থেকে বিরত থাকবেন এবং তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়