শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজবে কান না দেয়ার আহ্বান

১২ দিন হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। কয়েকদফা শারীরিক বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে তার।

মাঝে একবার সিসিইউতে ছিলেন বিএনপি নেত্রী। তবে কয়েকঘন্টার ব্যবধানে আবারও ফিরিয়ে আনা হয় কেবিনে। এরমাঝেই শারীরিক নানা জটিলতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয় বেগম জিয়াকে। ১৭ জুলাই হয় তার এন্ডোসকপি। গত দোসরা জুলাই বাসায় ফেরার মাত্র ৬ দিনের মাথায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আবারও ভর্তি করা হয়েছিলো তাকে। সেই থেকে আছেন এভারকেয়ারেই। সূত্র : সময় টিভি

তবে শুক্রবার থেকে হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও তার মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন উঠে। গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন শ্রেণিপেশার ফোন দিতে থাকেন। উদ্বেগের সঙ্গে জানতে চান বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। এমন অবস্থায় তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সময় সংবাদ।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল, আছেন কেবিনেই। গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়