শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১২:৩৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফালুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩১ জুলাই

এম.এ. লতিফ: [২] মঙ্গলবার  ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোন সাক্ষী আদালতে না আসায় দুদক সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এই নতুন দিন ধার্য করেন।

[৩] ৮ জুলাই, ২০০৭ রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ফালুর স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। ১৪ ফেব্রুয়ারি, ২০০৮ দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে মামলায় চার্জশিট দাখিল করেন ।

[৪] চার্জশিট দাখিলের পর  মোছাদ্দেক হোসেন ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করায় দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরবর্তীতে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন এবং তার স্ত্রীর মামলা গ্রহণ করে তাকে অব্যাহতির আদেশ দেন। ফলে ২৭ আগস্ট, ২০১৮ আদালত মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় চার্জগঠন করেন ।

[৫] মামলার অভিযোগে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি, ২০০৭ দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়