শিরোনাম
◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত রাজনৈতিক ও চীন আমাদের উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] প্রতিবেশী দেশ ভারতকে পরিক্ষীত বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে সেই রক্তে রাখিবন্ধনে আমাদের এই সম্পর্কে আবদ্ধ। 

[৩] এছাড়া চীন আমাদের কর্ণফুলী ট্যানেলসহ বিভিন্ন উন্নয়নের বন্ধু বলে উল্লেখ করেন তিনি। 

[৪] খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের কথা ইসরায়েলসহ অন্যান্য দেশগুলো কেউ শুনে না। 

[৫] খালেদা জিয়ার মুক্তির বিষয়টা আইনের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। 

[৬] শনিবার (৬ জুলাই) ৬ জুলাই থেকে ১২ জুলাই সপ্তাহব্যাপী পাহাড়ী ফলে মেলা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি । এতে ২৫টি স্টলে পাহাড়ি ফলের পরসা সাজিয়ে বসেছে বিক্রেতারা। 

[৭] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে জনসংহতির সভাপতির প্রধান নেতা সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মিলিত হয়েছিলাম এক বৈঠকে। তাকে আমি বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, তাকে আমি বলেছি কারণ মূল সমস্যা হলো ভূমি। 

[৮] ল্যান্ড সেটেলমেন্ট প্রবলেম। সবচেয়ে জটিল হচ্ছে এই ভূমি সমস্যা। এর সমাধান এত সহজ নয়। তাছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যেদিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়ে। 

[৯] পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

[১০] এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান উপস্থিত ছিলেন।

এমএমএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়