শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০২:২০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ বছর কারাভোগের পর ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ুন

স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩০ বছর কারাভোগ করছিলেন হুমায়ুন কবির।   গত একমাস আগে মেলে মুক্তি।

ভবিষ্যতে কি করবেন, কোনো কূল পাচ্ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করেন কারা কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে তিনি একটি ভ্যান পেয়েছেন। যা দিয়ে উপার্জন করতে পারবেন হুমায়ুন।

জানা গেছে, অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মুক্তির আগে নিজের আয়-উপার্জনের বিষয়ে ভাবছিলেন হুমায়ুন। তিনি কারা কর্তৃপক্ষকে বিষয়টি খুলে বলেন। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আলাপ করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সঙ্গে।

সাজ্জাদ পরবর্তীতে হুমায়ুনের ব্যাপারে আলোচনা করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে। হুমায়ুনের ৩০ বছরের কারাজীবন তুলে ধরেন তিনি। সামগ্রিক বিষয় চিন্তা-ভাবনার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) হুমায়ুনের জীবিকা নির্বাহে আয়ের উৎস হিসেবে একটি ভ্যান উপহার দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম.আখতারুজ্জামান, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভ্যান উপহার দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা কোনো কথা বলতে চাননি। হুমায়ুন বলেছেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে ৩০ বছর জেল খেটে মুক্তি পাওয়া পর আমি নতুনভাবে জীবিকা নির্বাহের জন্য দুশ্চিন্তা করছিলাম। বিষয়টি কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা আমাকে একটি ভ্যান উপহার দেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভ্যানটি আমার সুন্দর জীবন গড়তে সহায়ক হবে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়