বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীপন্থী দলের দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাত ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।
ওই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আমাদের আরেকটি মওদুদীপন্থী দলের দরকার নেই। ইতিমধ্যেই তাদের হয়ে অর্ধডজন ‘প্রক্সি’ কাজ করছে। এর সঙ্গে আপনি নতুন আর কিছু যোগ করবেন না! বরং, (নিজেদেরকে) পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠিত করুন এবং পুনরুদ্ধার করুন।’