শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১২:৩৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল মাহমুদের প্রকৃত ও মেকি প্রেমিকদের প্রতি

আনোয়ার হোসেন মঞ্জু

আনোয়ার হোসেন মঞ্জু : এ বছর কবি আল মাহমুদের প্রতি প্রেমভাব প্রকাশ একটু বেশি অথবা বাড়াবাড়ি পর্যায়ের মনে হয়েছে। এই প্রেম যেন আগ্নেয়গিরির সুপ্ত লাভার আকস্মিক উদগীরণ।  তাদের প্রেম আমি জানি। তিনি সংগ্রামে থাকাকালে অন্যত্র প্রকাশিত একটি কবিতায় তিনি ইসলামের অবমাননা করেছেন বলে দ্বীনের খাদেমরা তাঁকে কীভাবে অপমান করেছেন, শুধু অপমান নয়, মারমুখী আচরণ করেছেন, তা প্রত্যক্ষ করে ব্যথিত হয়েছি। ঘটনার পর তিনি দুঃখ করে আমাকে বলেছিলেন, একাউন্ট সেকশনের কেরানিও যদি আমার কবিতা বিশ্লেষণ করে, তাহলে কোথায় যাই।
৩৪ বছর আগে ঢাকা ডাইজেস্টে প্রকাশিত তাঁর দীর্ঘ সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ দিচ্ছিলাম ফেসবুক ওয়ালে। আল মাহমুদ প্রকৃত ও মেকি প্রেমিকরা অত্যন্ত উৎসাহিত, উচ্ছসিত। আজ তাঁর সাক্ষাৎকারের আরেকটি অংশ ‘আল মাহমুদের গ্রেফতার ও কারাবাস’ পোস্ট করার পর তাঁর সকল ধরনের প্রেমিকদের অবস্থা দেখে মনে হলো, তাদের প্রেম উধাও হয়ে গেছে। আমি বুঝি, কেন। গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা বলেছেন, তা তার ৩৪ বছর পরের প্রেমিকদেরও পছন্দ হয়নি। অথচ এই গ্রেফতারকে তিনি বলেছেন তাঁর জীবনের সবচেয়ে পীড়াদায়ক ঘটনা। আমি বলি, প্রেমে যদি ‘মজনু’ হতেই না পারো, সে প্রেম না দেখানোই ভালো। 

আমার কি প্রয়োজন জঙ্গলে লাঠি পেটানোর? অতএব, মনের দুঃখে পোস্টটি তুলে নিয়েছি। তাঁর সাক্ষাৎকারের বাকি অংশও আর পোস্ট করবো না। 

সব্বে সত্তা সুখিতা ভবন্তু  জগতের সকল প্রাণী সুখী হোক। ১৬-৭-২৪।  https://www.facebook.com/anwar.manju

  • সর্বশেষ
  • জনপ্রিয়