শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০১:৩৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা ব্রিলিয়ান্ট শিক্ষা ব্যবস্থায়, যুগের পর যুগ ব্রিলিয়ান্ট মাইন্ড তৈরি হয়

রউফুল আলম

রউফুল আলম: জার্মানির প্রায় ৭০ জন বিজ্ঞানী নোবেল বিজয়ী। একটা দেশে যদি বিজ্ঞানেই ৭০ জন নোবেল বিজয়ী থাকে, তাহলে সে দেশের আবিষ্কার-উদ্ভাবনের সংস্কৃতি কতোটা শক্তিশালী, চিন্তা করেন। নোবেল চালু হয়েছে ১৯০১ সাল থেকে। তার আগে জার্মানরা তৈরি করেছে দুনিয়া সেরা আরো বহু বিজ্ঞানী। এই যে এতো বড়ো বড়ো বিজ্ঞানী গড়ে তোলার সংস্কৃতি, সেটা কিন্তু রাতারাতি হয়নি। পাঁচ-দশ বছরে হয়নি। এমনি এমনি হয়ে যায়নি। এটা বহু যুগের সাধনা। জ্ঞান-বিজ্ঞানের একটা উর্বরভূমি তৈরি করার সাধনার ফসল। এই সাধনা তাদের আবিষ্কার-উদ্ভাবন ও গবেষণার সংস্কৃতিকে এতোই শক্তিশালী করেছে যে, তারা নেতৃত্বস্থানে আছে। একটা সমৃদ্ধ সংস্কৃতিতে সমৃদ্ধশালী মানুষ, মন তৈরি হয়। একটা ব্রিলিয়ান্ট শিক্ষা ব্যবস্থায় যুগের পর যুগ ব্রিলিয়ান্ট মাইন্ড তৈরি হয়। এটা একটা চেইন প্রক্রিয়া। ভালো, আরো ভালো তৈরির পথ তৈরি করে। 

জার্মানির বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে হাঁটবেন, দেখবেন পৃথিবী সেরা বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিকদের ভাস্কর্য। তাদের জীবনগাঁথা। তাদের পদচিহ্ন। সেসব পরিবেশে আপনি গিয়ে নেতার শ্লোগান দিলে, নেতার পোস্টার লাগালে, গর্দান ধরে বের করে দিবে ক্যাম্পাস থেকে। কারণ মূর্খকে ওরা সময় থাকতেই দমন করে। যেনো একটা মূর্খ, আরো দশজনকে মূর্খের পর্যায়ে নামাতে না পারে। ওরা জানে, একটা সমৃদ্ধশালী সংস্কৃতি গড়তে যুগের পর যুগ সাধনা করতে হয়। কিন্তু সেটা ধ্বংস করতে একটা অনিয়মই যথেষ্ট। জার্মানির বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন, ওদের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীরা ঘড়ির কাটার সাথে কতোটা মেপে চলে। প্রোডাক্টিভিটি নিয়ে ওদের কতো পরিকল্পনা। যোগ্যতার প্রশ্নে ওরা অটল। শিক্ষার গুণের প্রশ্নে আপোসহীন। ওরা জানে, আলো তৈরির জায়গায়, অন্ধকার মন দিয়ে ভরে রাখা যায় না। এজন্যই ওদের আবিষ্কার-উদ্ভাবনের সংস্কৃতি এতো ভাইব্রেন্ট, এতো জীবন্ত, এতো জাগ্রত। পৃথিবীকে ওরা এমনি এমনি নেতৃত্ব দেয় না। ২-৭-২৪।  https://www.facebook.com/rauful.alam15

  • সর্বশেষ
  • জনপ্রিয়