শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের চাপ: উৎপাদন বাংলাদেশসহ চার দেশে সরিয়ে নিচ্ছে ভারতীয় একটি প্রতিষ্ঠান ◈ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি ◈ নির্বাচনের সময় ঘোষণার পরও নানা প্রশ্ন ও দাবির চাপ ◈ মোরেলগঞ্জে ১৫ বছর ধরে বন্ধ পরিবার স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা সেবা বঞ্চিত ৫৫ হাজার মানুষ ◈ নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা ◈ আমি সেলিব্রিটি, আমার ওপর অনেক লোক আছে, এই বলে ভয় দেখাত: সানাই মাহাবুবের স্বামী মুসা (ভিডিও) ◈ বেনাপোল বন্দরের রাজস্ব আহরন বাড়লেও সেবা বাড়েনি! ◈ ভারতে পাচার দুই বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর ◈ ব্যালন ডি’অর ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের খসড়া বাতিলের দাবি, গেজেট সীমানা বহাল রাখার আহ্বান

মনিরুল ইসলাম: কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনের নতুন খসড়া সীমানা বাতিল করে পূর্ববর্তী গেজেটভুক্ত সীমানা বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোমনা-মেঘনা নাগরিক সমাজ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ আবুল বাশার এবং সঞ্চালনা করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা-মেঘনার গণমানুষের নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন:

আলহাজ্ব মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিন আহমেদ, আঃ অদুদ মুন্সী, মোজাম্মেল হক মুকুল, সানউল্লাহ সরকার, আজহারুল হক শাহীন, জহিরুল ইসলাম, আঃ গাফফার, শাজাহান মোল্লা চেয়ারম্যান, আঃ আজিজ সাব মিয়া চেয়ারম্যান, আবু নাসের সম্পদ চেয়ারম্যান, শাহাবুদ্দিন চেয়ারম্যান, আঃ মতিন, শাহজালাল, শাহ আলম হিমেল, নুরুজ্জামান মিন্টু চেয়ারম্যান, শেফালী বেগম, ফাতেমা আক্তার খানম, আব্দুল লতিফ, হারুনুর রশিদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ২০২১ সালের নির্বাচন কমিশন আইন অনুযায়ী, ধারা ৮(১)(খ) অনুসারে নির্বাচনী সীমানা নির্ধারণে প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে গুরুত্ব দিতে বলা হয়েছে। অথচ নতুন খসড়া অনুযায়ী:

কুমিল্লা-২ আসনে হোমনা-মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা-তিতাস উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘনা উপজেলাকে দাউদকান্দি উপজেলার সঙ্গে যুক্ত করে কুমিল্লা-১ আসনে স্থানান্তর করা হয়েছে।

তারা অভিযোগ করেন, এই খসড়া নির্বাচন কমিশন আইনের ব্যত্যয় ঘটিয়ে তৈরি করা হয়েছে। তাই তারা ২০২৩ সালের ১ জুন তারিখে প্রকাশিত গেজেট অনুযায়ী পুরোনো সীমানা বহাল রাখার দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে হোমনা-মেঘনা উপজেলার জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়